ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঝড়ে ১১ জনের মৃত্যু, মিসিসিপিতে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
যুক্তরাষ্ট্রে ঝড়ে ১১ জনের মৃত্যু, মিসিসিপিতে জরুরি অবস্থা

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলে তীব্র ঝড়ের কবলে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মিসিসিপিসহ ঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।



বুধবার (২৩ ডিসেম্বর) থেকে অন্তত ২০ বার মিসিসিপি, আরকানসাস, ইলিনইস, ইন্ডিয়ানা, মিসিসিপি, টেনেসি ও মিশিগানের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাওয়ায় ‌১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ক্রিসমাস হলিডেতে প্রায় ১০০ মিলিয়ন আমেরিকানের ভ্রমণ করার কথা ছিল। কিন্তু জাতীয় আবহাওয়া অফিস থেকে প্রচণ্ড ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।