ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ঝটিকা সফর শেষে দেশের উদ্দেশে মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পাকিস্তানে ঝটিকা সফর শেষে দেশের উদ্দেশে মোদি

ঢাকা: পাকিস্তানে কয়েক ঘণ্টার ঝটিকা সফর শেষে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।



খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা) লাহোর বিমানবন্দর ত্যাগ করেন মোদি।

এর আগে, এদিন বিকেলে মোদি লাহোর বিমানবন্দরে নামেন।

এসময় তাকে বিদায় জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

ক্ষমতায় আসার পর এটিই মোদির প্রথম পাকিস্তান সফর। এছাড়াও ১২ বছর পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন পাকিস্তানের মাটিতে।

এর আগে, আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেন মোদি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএইচএস/এসএস

**
লাহোর বিমানবন্দরে পৌঁছেছেন মোদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।