ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মায়নমারে ভূমিধসে অর্ধ শতাধিক হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
মায়নমারে ভূমিধসে অর্ধ শতাধিক হতাহতের শঙ্কা

ঢাকা: মায়ানমারের উত্তরাঞ্চলে একটি সোনা ও জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অর্ধ শতাধিক মানুষ।



শনিবার (২৬ ডিসেম্বর) কাচিন রাজ্যের একটি সোনা ও ডেজ খনিতে এ ধসের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এর আগে গত নভেম্বরে একই এলাকায় অপর এক ভূমিধসের ঘটনায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়।

হ্পাকান্ত শহরের প্রশাসক তিন্ত সুই মাইন্ট বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনও অর্ধ শতাধিক নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।