ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস উৎখাতের ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আইএস উৎখাতের ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) উৎখাতের ঘোষণা দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। দেশটির বাহিনী রামাদি পুনরুদ্ধারের পরপরই তিনি এ ঘোষণা দিলেন।



টেলিভিশনে এক বক্তৃতায় আবাদি বলেন, রামাদি পুনরুদ্ধার হয়েছে। এবার আমরা মোসুল পুনরুদ্ধার করবো। এবং আইএসকে উড়িয়ে দেব।

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) ইরাকি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া রাসুল রামাদি পুনরুদ্ধারের ঘোষণা দেন। চলতি বছর মে মাসে আইএস জঙ্গিরা আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে নেয়। বেশ কয়েক সপ্তাহ ধরে শহরটি পুনরুদ্ধার করতে লড়াই করছিল ইরাকি বাহিনী।

ঘোষণায় ব্রিগেডিয়ার জেরারেল ইয়াহইয়া বলেন, ইরাকি বাহিনী এক মহাকাব্যিক বিজয় অর্জন করেছে। রামাদির সরকারি ভবনগুলোতে এখন জাতীয় পতাকা উড়ছে।

তবে শহরের ‘কোথাও কোথাও’ এখনও আইএসের ‘অস্তিত্ব’ রয়ে গেছে বলে জানানো হচ্ছে স্থানীয় কিছু সংবাদমাধ্যমের খবরে।

এদিকে, রামাদি পুনরুদ্ধারে ইরাককে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, এবার আইএস ব্যাপক মার খেয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।