ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত ৩ মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি হামলা, ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে পথচারীদের ওপর গাড়ি হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাতে সেন্ট্রাল মেলবোর্নে একটি ব্যস্ত শপিং এলাকায় উদ্দেশ্যমূলকভাবে একটি কার পথচারীদের ওপর চালিয়ে দেওয়া হয়।

এতে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার স্টুয়ার্ট ব্যাটিসন জানান, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ বিশ্বাস করছে কারটির চালক ইচ্ছাকৃতভাবে জনতার ওপর কারটি চালিয়ে দিয়েছে।

এ ঘটনার পর বেশ কয়েকজনকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এবং এ ঘটনার কারণ অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় বেশ কিছু ভিডিও ইতোমধ্যে স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

**মেলবোর্নে পথচারীদের গাড়ি ধাক্কা, হতাহতের আশঙ্কা

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।