ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথে সংঘর্ষ, আটক ৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথে সংঘর্ষ, আটক ৯০ ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথে সংঘর্ষ, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথে বিক্ষোভ শুরু করেছে তার বিরোধীরা। তবে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশের চেষ্টায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৯০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পর এ সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা ট্রাম্পের আনুষ্ঠানিক কুচকাওয়াজ নিয়ে ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসে ওঠার পথ রুদ্ধ করে এ বিক্ষোভ করতে থাকে।

সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা রাস্তা দখল করে ট্রাম্পবিরোধী স্লোগান দিতে থাকলে তাদের সরিয়ে দিতে চায় পুলিশ। তখন তারা পুলিশকে লক্ষ্য করে বোতল বা জাতীয় বস্তু নিক্ষেপ করলে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে।  

ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসে যাওয়ার পথের বিভিন্ন পয়েন্ট থেকে এ সংঘর্ষে জড়ানোয় ৯০ জনকে আটক করা হয়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭/আপডেট ০২৩৫ ঘণ্টা
টিআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।