ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, আগস্ট ১, ২০১৯
ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত এফ-১৮ মডেলের যুদ্ধ বিমান

মার্কিন নৌবাহিনীর এফ-১৮ মডেলের যুদ্ধ বিমান ক্যালিফোর্নিয়ার একটি সামরিক স্থাপনার কাছে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। তবে বিমানটির পাইলটের অবস্থা জানা যায়নি।

বুধবার (৩১ জুলাই) রাতে মার্কিন নৌবাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চত করেছে।

টুইট বার্তায় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি বর্তমানে উদ্ধারের চেষ্টা চলছে।

বিধ্বস্ত বিমানটি নেভি এফ/এ-১৮ই সুপার হর্নেট ছিল বলে জানা গেছে। তবে এতে একাধিক পাইলট ছিলেন কিনা সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এইচএমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।