ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লোডশেডিংয়ে ‘স্থবির’ জাকার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
লোডশেডিংয়ে ‘স্থবির’ জাকার্তা ট্রেন চালু হওয়ার অপেক্ষায় যাত্রীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: চরম বিদ্যুৎ বিপর্যয়ে স্থবির হয়ে পড়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ এর আশপাশের শহরগুলো। টানা নয় ঘণ্টার লোডশেডিংয়ে বন্ধ হয়ে গিয়েছিল সব ট্রাফিক সিগন্যাল বাতি, কাজ করছিল না মোবাইলের টাওয়ারগুলো। সদ্য চালু হওয়া মেট্রোরেল থেকে পথিমধ্যেই নেমে যেতে হয় যাত্রীদের। 

স্থানীয় সময় রোববার (৪ আগস্ট) দুপুরে এ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। পরে, সন্ধ্যা থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করেছে।

যান্ত্রিক ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এক কোটি মানুষের আবাসস্থল জার্কাতায় লোডশেডিং প্রায় রোজকার ঘটনা হলেও, রোববারের (৪ আগস্ট) লোডশেডিং ছিল যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী।

জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে এর কোনো প্রভাব পড়েনি। হাসপাতালগুলোর কার্যক্রম চালু রাখা হয়েছিল জেনারেটরের সাহায্যে। তবে, ট্রাফিক সিগন্যাল বন্ধ থাকায় যানজটে স্থবির হয়ে পড়ে গোটা শহর।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ