ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের ওপর গাড়ি, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
ইতালিতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের ওপর গাড়ি, নিহত ৬ দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

ইতালির উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি কয়েকজন জার্মান পর্যটকের ওপর উঠে যায়। এতে ছয়জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) ইতালির ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, রোববার ইতালির উত্তরাঞ্চলের সাউথ টাইরল প্রদেশের লুতাচ এলাকায় একদল তরুণ জার্মান পর্যটক বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন।

এমন সময় চলন্ত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১১ জন। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির চালক একজন স্থানীয় বাসিন্দা এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। সেই সঙ্গে নিহতদের শনাক্ত করার কাজ চলছে।

অস্ট্রিয়ান সীমান্ত ঘেঁষা পাহাড় ঘেরা ছোট একটি ইতালিয়ান নগর লুতাচ। স্কিইং ও অন্য শীতকালীন খেলার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকা সেটি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।