ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাবার মৃত্যুতে সব শেষ হয়ে যায়নি, ট্রাম্পকে সোলেমানির মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বাবার মৃত্যুতে সব শেষ হয়ে যায়নি, ট্রাম্পকে সোলেমানির মেয়ে জয়নাব সোলেমানি (বামে) ও কাসেম সোলেমানি (ডানে)

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিশেষ কুদস ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল কাসেম সোলেমানির মেয়ে জয়নাব সোলেমানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ট্রাম্প, ভাববেন না আমার বাবার শাহাদাতেই সব শেষ হয়ে গেছে।

সোমবার (০৬ জানুয়ারি) তেহরানে সোলেমানির জানাজায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ট্রাম্প ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু এ মৃত্যুর ঘটনায় দুই জাতির মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়েছে।

জয়নাব সোলেমানি বলেন, আমার বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।

এর আগে রোববার (০৫ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জয়নাব সোলেমানি জানান, তার বাবার মৃত্যু তাদের নিরাশ করবে না এবং শেষ পর্যন্ত তারা প্রতিশোধ নিয়ে ছাড়বেন।

এসময় তিনি লেবাননের শিয়া সশস্ত্র দল হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে সালাম জানিয়ে বলেন, আমি নিশ্চিত তিনি আমার বাবার হত্যার প্রতিশোধ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।