ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি সেনা শিক্ষানবিশদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
সৌদি সেনা শিক্ষানবিশদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ছবি: সংগৃহীত

প্রায় এক ডজনেরও বেশি সৌদি সেনা শিক্ষানবিশকে বহিষ্কার করছে যুক্তরাষ্ট্র। গত ৬ ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটিতে সৌদি আরবের এক বিমানসেনা বন্দুকহামলা চালানোর পর প্রশিক্ষণের বিষয়টি পুনর্মূল্যায়ন করে পেন্টাগন। সেই প্রেক্ষিতেই এসব শিক্ষানবিশকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে গুলি করে তিন মার্কিন নাবিক হত্যায় বন্দুকধারী কর্মকর্তাকে সহায়তার জন্য নয়, এসব সৌদি শিক্ষানবিশদের বহিষ্কার করার কারণ বলা হচ্ছে অন্য কিছু।

সূত্রের বরাতে সিএনএন জানায়, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে উগ্রপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। কয়েকজন বহিষ্কার হয়েছেন শিশু পর্নোগ্রাফির কারণে।  

তবে এ বিষয়ে এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কার্ভার জানান, পেনসাকোলা ট্রাজেডির প্রেক্ষিতে সৌদি আরব থেকে আসা সেনা শিক্ষানবিশদের প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করেছিল প্রতিরক্ষা বিভাগ। পরে তাদের প্রশিক্ষণের বিষয়টি পুনর্মূল্যায়ন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।  

প্রায় এক ডজন সৌদি প্রশিক্ষণার্থীকে পেনসাকোলা ঘাঁটিতে নিজেদের কোয়ার্টারেই অবরুদ্ধ করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রে থাকা সৌদি আরবের সব সেনা প্রশিক্ষণার্থীর  বিষয়েই পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে পেন্টাগন। দেশটিতে এ মুহূর্তে অন্তত সাড়ে আটশ’ সৌদি প্রশিক্ষণার্থী রয়েছে।

তবে এ বিষয়ে সৌদি সরকার এখনো কিছু বলেনি।  

পেনসাকোলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।