ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাগরিকত্ব কেড়ে নিতে আইন করিনি: মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
নাগরিকত্ব কেড়ে নিতে আইন করিনি: মোদী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমরা যে কাউকে নাগরিকত্ব দেওয়ার জন্য রাতারাতি এ আইন করিনি… সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য হয়েছে। 

রোববার (১২ জানুয়ারি) হাওড়ার বেলুর মঠে ভাষণে তিনি এসব কথা বলেন।

মোদী বলেন, যারা পাকিস্তানে নিগৃহীত হয়েছে, জীবন ঝুঁকিতে ফেলেছে শুধু তাদের নাগরিকত্ব দিতেই এই সংশোধনী।

আমাদের কি এ লোকগুলোকে পাকিস্তানে মরতে পাঠানো উচিত? এটা কি একটা মহৎ কাজ না?

দুইদিনের সফরে শনিবার (১১ জানুয়ারি) কলকাতায় পা রেখেই বিক্ষোভের উত্তাপ টের পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। শুনতে হয়েছে ‘গো ব্যাক মোদী’ স্লোগানও।

আরও পড়ুন> ‘গো ব্যাক মোদী’ স্লোগানে গর্জে উঠল কলকাতা

এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, এ দেশের যুবকরা জানতে চায়, সিএএ কেন গুরুত্বপূর্ণ। কিন্তু এ নিয়ে অনেক গুজব ঘুরে বেড়াচ্ছে। তাদের ভুল বোঝানো হচ্ছে।

মোদী বলেন, সিএএ নিয়ে আপনারা যা বুঝেছেন, সবিস্তারে ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও বিরোধীরা তা বুঝতে চাইছে না। কিছু লোক রাজনৈতিক স্বার্থেই মানুষকে ভুল পথে চালিত করছে। সারাবিশ্ব জানে কীভাবে সংখ্যালঘুদের ওপর গত ৭০ বছর ধরে অত্যাচার চালাচ্ছে পাকিস্তান। এ কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে।

যদিও ভাষণে তিনি বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিমদের বিষয়ে কিছু বলেননি। সংশোধিত নাগরিকত্ব আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন> ‘বিতর্কিত’ নাগরিকত্ব আইন কার্যকর করলো ভারত

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।