ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে লাগাতার বিক্ষোভ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৯, জানুয়ারি ১৩, ২০২০
ইরানে লাগাতার বিক্ষোভ অব্যাহত ইরানে লাগাতার বিক্ষোভ অব্যাহত

ইউক্রেন এয়ারলাইন্সের বিমান ভূপাতিত করার প্রতিবাদে ইরানে দ্বিতীয় দিনের মতো চলছে সরকার বিরোধী বিক্ষোভ। 

রোববার (১২ জানুয়ারি) দেশটির রাজধানী তেহরান ও অন্যান্য শহরেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ প্রতিবাদকারীরা। এসব বিক্ষোভ দমনে রাস্তায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এই ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করছেন। তারা অবিলম্বে ইরান সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। যদি সরকারের শীর্ষ ব্যক্তিরা পদত্যাগ না করে, তাহলে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।  

রোববার (১২ জানুয়ারি) বিক্ষোভ দমনে তেহরানসহ সব বড় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দেশটির সরকার।

গত বুধবার (৮ জানুয়ারি) সামরিক বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই নিহত হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৮  ঘন্টা, জানুয়ারি ১৩, ২০২০
টিএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।