ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় হামাসের অবস্থানে ইসরায়েলের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
গাজায় হামাসের অবস্থানে ইসরায়েলের রকেট হামলা

গাজায় হামাসের সামরিক শাখা ইজ আদ দ্বীন আল কাসেম ব্রিগেডের অবস্থানে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সাহায্যে হামলা চালিয়েছে ইসরায়েল।

শুক্রবার (১৭ জানুয়ারি) এ হামলা চালানো হয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, শুক্রবার (১৭ জানুয়ারি) ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখা ইজ আদ দ্বীন আল কাসেম ব্রিগেডের অবস্থানে যুদ্ধবিমানের সাহায্যে হামলা চালিয়েছে ইসরায়েল।

কয়েকটি রকেট সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলের সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, হামাসের কিছু ভূগর্ভস্থ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলা চালানোর কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়, গাজা থেকে ইসরায়েলের দিকে বিস্ফোরকসহ বেলুন উড়ানোর কারণে এ হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।