ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জানুয়ারি ১৯, ২০২০
ইয়েমেনে সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের হামলা, নিহত ৬০ ইয়েমেনে দায়িত্ব পালনরত সরকারি সামরিক বাহিনী। ছবি: সংগৃহীত

ইয়েমেনের এক সামরিক ক্যাম্পে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় ৬০ সেনা নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, ইয়েমেনের মা’রিবে অবস্থিত সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীরা ব্যালেস্টিক মিসাইল ও ড্রোনের সাহায্যে হামলা চালায়।

২০১১ সালে আরব বসন্তের প্রভাবে ইয়েমেনে গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন দীর্ঘদিনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ। বিপ্লবের পরে ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়লে ২০১৪ সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির সরকারের কাছ থেকে রাজধানী সানাসহ দেশটির বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় উত্তরাঞ্চলীয় হুথি বিদ্রোহীরা।

২০১৫ সালে সৌদি নেতৃত্বের সামরিক জোট হাদির সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে ইয়েমেনে আগ্রাসন চালালে পাঁচ বছরের চলমান গৃহযুদ্ধের সূচনা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।