ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, নভেম্বর ২৬, ২০২০
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া অনেকের অবস্থা আশংকাজনক।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাজিল পুলিশের পক্ষ থেকে বলা হয়, বাসটিতে একটি গার্মেন্টসের ৫৩ জন শ্রমিক ছিল। বাসটির সঙ্গে সামনে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এতে ৪১ জন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রাজিলের ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে মারা যান আরও চারজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।