ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘গুপ্ত হামলায়’ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, নভেম্বর ২৭, ২০২০
‘গুপ্ত হামলায়’ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন নিহত মোহসিন ফখরিজাদেহ

ইরানের রাজধানী তেহরানের কাছে ওত পেতে থাকা সন্ত্রাসীদের ‘গুপ্ত হামলায়’ দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ নিহত হয়েছেন।  

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শুক্রবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিনকে নিয়ে একটি গাড়িটি তেহরানের পূর্বাঞ্চল দামাভান্দ এলাকায় পৌঁছালে সআততায়ীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে।

এরপর তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। এসময় তার দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় মোহসিনকে উদ্ধার করে মি. ফখিরাযাদে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। সূত্র: বিবিসি ও আল জাজিরা।

এদিকে, এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ যারিফ। এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলে ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডার বলেছেন।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।