ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবারের মতো চাঁদে উড়লো চীনের পতাকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, ডিসেম্বর ৫, ২০২০
প্রথমবারের মতো চাঁদে উড়লো চীনের পতাকা প্রথমবারের মতো চাঁদে উড়লো চীনের পতাকা। ছবি: সংগৃহীত

চাঁদে প্রথমবারের মতো নিজেদের পতাকা উড়িয়েছে চীন। দ্বিতীয় দেশ হিসেবে চীন চাঁদের মাটিতে নিজেদের পতাকা ওড়ালো

চীনের পাঠানো রোবোটিক যান চ্যাং’ই-৫ গত মঙ্গলবার (১ ডিসেম্বর) চাঁদে অবতরণ করে। এরপর সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে। তারপর সেটি আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। তবে চাঁদের বুকে ওড়ানো হয় চীনের পতাকা।

৫০ বছর আগে প্রথম দেশ হিসেবে ১৯৬৯ সালের জুলাই মাসে চাঁদের গায়ে এভাবে পতাকা উড়িয়েছিল যুক্তরাষ্ট্র। চীনের মহাকাশ বিষয়ক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। চ্যাং’ই-৫ রোবোটিক যানে রয়েছে একটি অরবিটার, একটি ল্যান্ডার, একটি অ্যাসেন্ডার, একটি রিটার্নার।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।