ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে জয়া সিনেমা হলে আগুন, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, জুলাই ৩, ২০২১
পশ্চিমবঙ্গে জয়া সিনেমা হলে আগুন, আহত ২

ভারতের পশ্চিমবঙ্গে জয়া নামে একটি সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে দুই জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে উত্তর ২৪ পরগনার লেকটাউনের জয়া সিনেমা হলে এ আগুন লাগে।  

শুক্রবার হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ের পর প্রেক্ষাগৃহেরই নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেয়।  

সিনেমা হলের এক কর্মী জানান, ভবনের চারতলায় প্রথম আগুন লাগার ধোঁয়া দেখা দেয়। সেখানে একটি রুমে থাকেন হলের নিরাপত্তাকর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন। আগুনে সিনেমা হলের ভেতরে সবকিছু পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ