ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নিজ বাড়িতে আততায়ীর গুলিতে নিহত হাইতির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, জুলাই ৭, ২০২১
নিজ বাড়িতে আততায়ীর গুলিতে নিহত হাইতির প্রেসিডেন্ট

নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ক্যারিবিয়ান দেশ হাইতির প্রেসিডেন্ট জোভিনেল মোয়িস।

বুধবার (৭ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জোসেফ বলেন, পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের নিজের ব্যক্তিগত বাসভবনে স্থানীয় সময় রাত ১টায় ছদ্মবেশধারী সশস্ত্র আততায়ী তাণ্ডব চালায়। হামলায় তার স্ত্রীও আহত হয়ে হাসপাতালে ভর্তি।
৫৩ বছর বয়সী জোভিনেল মোয়িস ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে ক্ষমতায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ