ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, জুলাই ৯, ২০২১
ব্রিটেনে বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা 

ঢাকা: ব্রিটেনে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (০৮ জুলাই) দেশটিতে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৫১ জন। যা গত ২৩ জানুয়ারির পর সর্বাধিক।

গত বুধবার (০৭ জুলাই) মৃতের সংখ্যা ছিলো ৩৩ জন, মঙ্গলবার ছিলো ৩৭ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩৩৬ জন।

অপরদিকে, আক্রান্তের সংখ্যা বুধবার ছিলো ৩২ হাজার ৫৪৮ জন, মঙ্গলবার ছিলো ২৮,৭৭৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ২২ হাজার ৮৯৩ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ৬৩৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ১ হাজার ৪৪৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৭৭৯ জন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ