ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে ঈদুল আজহা ২০ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, জুলাই ১০, ২০২১
সৌদিতে ঈদুল আজহা ২০ জুলাই সংগৃহীত ছবি

সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই (মঙ্গলবার) পালিত হবে।  

শুক্রবার (৯ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এ তারিখ ঘোষণা করেছেন।

খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রোববার (১১ জুলাই) শুরু হবে জিলহজ মাস। আর দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। আগের দিন ১৯ জুলাই (সোমবার) হবে আরাফাতের দিন।

উল্লেখ্য, মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে এই মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ