ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যস্ত সড়কে কোত্থেকে এলো উটপাখি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, অক্টোবর ২৭, ২০২১
ব্যস্ত সড়কে কোত্থেকে এলো উটপাখি

ব্যস্ত সড়কে চলছে গাড়ি। তার পাশ দিয়ে দৌড়াচ্ছে দুটি উটপাখি।

পাকিস্তানের লাহোরে ক্যানাল রোডে হঠাৎ ছুটতে দেখা যায় বিশালাকার উটপাখি।  

উটপাখি দুটি কোত্থেকে সড়কে এলো, সে বিষয়ে নিশ্চিত করে এখনও জানা যায়নি।  

তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লাহোরের কারও বাড়িতে পোষা ছিল এই উটপাখি দুটি। কোনোভাবে তারা ছাড়া পেয়ে রাস্তায় ছোটাছুটি শুরু করে।  অবাক করার মতো বিষয় হলো, এতেও যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হয়নি লাহোরবাসীর। ক্যানাল রোডে উটপাখির পাশ দিয়েই দিব্যি চলতে দেখা গেল গাড়ি, বাস, মোটরসাইকেল। যেন কোনো ব্যাপারই না! 

সে উটপাখি ধরার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন। এর মধ্যে একজন উটপাখির গলা চেপে ধরে তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যু হয় পাখিটির। আরেকটির খোঁজ পাওয়া যায়নি।

পাকিস্তানে উটপাখি খুব একটা বিরল নয়। অনেকেই বাড়িতে দেখা যায় উটপাখি। ব্যবসায়িকভাবে খামারেও পোষা হয়। এর মূল কারণ হলো উটপাখির মাংস। বিশেষ উত্সবে উটপাখির মাংসের দাম বেড়ে যায়। সেখানকার হালিমেও ব্যবহার করা হয় উটপাখির মাংস।   

এর আগে পাকিস্তানের করাচির রাস্তায় একইভাবে একটি উটপাখিকে ছুটতে দেখা গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১ 
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।