ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, নভেম্বর ৬, ২০২১
ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল  মোহাম্মাদ দা দাস

ইসরায়েলি সেনারা গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে এ ঘটনা ঘটে।

 

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে পার্স টুডে জানায়, স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) নাবলুস শহরের পূর্বে দেইর আল-হাতাব এলাকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইসারায়েলি সেনাদের সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত হয়।    

ওই কিশোরের নাম মোহাম্মাদ দা দাস বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তার বয়স ১৩ বছর। সেনারা তার পেটে গুলি করেছিল।

নাবলুস শহরের পাশাপাশি বেইতা শহর ও বেইত দাজান গ্রামেও শুক্রবার সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা দুই ফিলিস্তিনি মানবাধিকার কর্মীকে আটক করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য তারা সেখানে উপস্থিত হয়েছিলেন।

ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি রাবার বুলেটে আহত হন। এছাড়া ৫৫ বছর বয়সী এক ব্যক্তিসহ ছয়জন অতিরিক্ত টিয়ারগ্যাসে ঝাঁঝে শ্বাসকষ্টে ভুগছেন।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।