ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মাউন্ট সেমেরুতে ফের অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
মাউন্ট সেমেরুতে ফের অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে আবারও ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) আকাশে ব্যাপক মাত্রায় ছাই ছড়িয়ে পড়ার পর সেখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

এর ফলে শত শত উদ্ধারকর্মী ওই জায়গা থেকে সরে যান।  

জানা গেছে, উদ্ধারকারীরা কাদা এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাউন্ট সেমেরু থেকে নতুন করে ছাই বের হতে থাকে। সেইসব ছাই পাহাড়ের শিখর থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত ওপরে ওঠে।

সর্বশেষ অগ্ন্যুৎপাতের কারণে উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা স্থগিত করতে বাধ্য হয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রামবাসীকেও আগেই সরিয়ে নেওয়া হয়েছে।

মাউন্ট সেমেরু হলো জাভা দ্বীপের মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরি। গত ৪ ডিসেম্বর মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাত শুরু হয়। তখন এতে কমপক্ষে ৪৮ জন নিহত হন। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জনের মতো মানুষ।

ওই বিপর্যয়ে সেখানকার পুরো রাস্তা, বাড়িঘর এবং যানবাহন কাদা ও ছাইয়ে ঢাকা পড়ে যায়। এ ঘটনার পর প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।