ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু ...

অস্ট্রেলিয়ায় একটি প্লেন বিধ্বস্ত হয়ে চারজনের নিহতের খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় সকাল ৯টার পরপরই ব্রিসবন শহরের কাছে পানিতে পড়ে প্লেনটি বিধ্বস্ত হয়।

খবর দ্য গার্ডিয়ানের।

কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, রেডক্লিফের কাছে উপকূলে প্লেনটি বিধ্বস্ত হয়, এতে প্লেনে থাকা চারজনই মারা যান। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এছাড়া নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, কুইন্সল্যান্ড ওয়াটার পুলিশ অফিসারদের সঙ্গে একটি মাল্টি-এজেন্সি অপারেশন চলছে এবং ফরেনসিক ক্র্যাস ইউনিটের ডুবুরিরা অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোসহ অন্যান্য সংস্থাকে সহায়তা করছে। ঘটনার তদন্ত চলছে।

বাসস।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।