ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জয়পুরহাট: জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় ইজিবাইকে তল্লাশি চালান জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মুনসুর রহমান। সে সময় ওই ইজিবাইকে থাকা মঞ্জুয়ারা নামে এক নারীর ব্যাগ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এরপর তাকে আটক করে তার নামে মামলা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক বুধবার দুপুরে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল ও অ্যাডভোকেট উদয় কুমার সিং। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রায়হান নবী।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।