ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তথ্য কমিশনার নিয়োগে বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
তথ্য কমিশনার নিয়োগে বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে কমিটি

ঢাকা: তথ্য কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার।  

সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১৪ (১) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের সুপারিশের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম এবং কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, গঠিত বাছাই কমিটি ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১২ (১), ১৪ (৪) ও ১৫ (৫) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের নিমিত্তে সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
জিসিজি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।