ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যায় গ্রেফতার মমিন একদিনের রিমান্ডে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যায় গ্রেফতার মমিন একদিনের রিমান্ডে 

পাবনা: পাবনার রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত আব্দুল মমিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ পরিদর্শক (এসআই) তহিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু মমিনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

পরে শুনানি শেষে পাবনা আমলী আদালত-২ এর বিচারক শামসুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুইদিনের রিমান্ডে নেওয়া হয় মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিখোঁজ হওয়ার দুইদিন পর গত শনিবার সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে সম্রাটের বাবা আবু বক্কার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন>
**
রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যার মুলহোতা মমিন গ্রেফতার
** রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যায় বন্ধুর স্ত্রী রিমান্ডে
** দুইদিন পর মিলল রূপপুর প্রকল্পের গাড়িচালকের মরদেহ, আটক এক

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।