ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে ধরা

কুষ্টিয়া: অভিযান পরিচালনা করে ঢাকার নবীনগর এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সুজন মণ্ডলকে (২৩) আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞিপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ কুষ্টিয়া কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেফতার সুজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সোনাতোলা এলাকার মৃত সাদেক মণ্ডলের ছেলে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর সহযোগিতায় সোমবার (১০ এপ্রিল) বিকেলে ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অভিযান পরিচারনা করা হয়। এ সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং-৩৩, তারিখ-২৩ জুলাই ২০১৮, জিআর নং ৩০৯/১৮, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ) এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন মণ্ডলকে আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।