ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে সাংবাদিক নাদিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে দাবি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
জামালপুরে সাংবাদিক নাদিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে দাবি

জামালপুর: দেশের অন্যতম গণমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও তোলা হয়।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাভিশনের সাংবাদিক জাহিদ হাবিব, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সহ-সভাপতি (১) সাইদুর রহমান, সহ-সভাপতি (৩) শহিদুল ইসলাম নিরব, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জেলা সিপিবির সাবেক সভাপতি সাংবাদিক জ্যৌতিষ চন্দ্র এষ, তৌফিকুল ইসলাম শরীফ প্রমুখ।

বক্তারা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক নাদিমের উপর হামলাকারীদের আটকের আল্টিমেটাম দেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। বকশীগঞ্জ মধ্যবাজারে এলাকায় পৌঁছালে শাহীনা বেগমের নির্দেশে যুবলীগকর্মী শামীম, স্বপন, শেখ ফরিদ, হেলালসহ কয়েকজন নাদিমের ওপর হামলা চালায়।  

পরে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে বকশীগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে অভিযোগ দিলে ৬দিন পরেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এদিকে সাংবাদিককে ফাঁসাতে উল্টো অভিযোগ দিয়েছেন আসামিরা।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।