ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাগল নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের, এলাকায় উত্তেজনা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ছাগল নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের, এলাকায় উত্তেজনা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ছাগল নিয়ে বিরোধের জেরে হামলায় আবুল কাশেম দোলা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে মোটরসাইকেল দিয়ে ছাগল মারাকে কেন্দ্র করে শুরু হওয়া এক বিরোধে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় আবুল কাশেম নিহত হন।

আবুল কাশেম আলীরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় আব্দুর রাজ্জাকও আহত হয়ে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় আলীরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মোটরসাইকেল দিয়ে আসার পথে গ্রামের বাসিন্দা আবু মিয়ার একটি ছাগলকে চাপা দিলে এটি মারা যায়। এ নিয়ে ওই শিক্ষককে লাঞ্চিত করা হয়। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমানুজ্জামানকে বিচার দিলে দলবলসহ ঘটনাস্থলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়।

বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেম দোলা ঘটনাস্থলে এলে প্রতিপক্ষ আপন চাচাতো ভাই বাঙ্গা মিয়াসহ তার সহযোগীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় কাশেম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবুল কাশেম মারা যায়। আবুল কাশেমের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পাল্টা হামলা চালিয়ে বাঙ্গা মিয়াসহ অন্যান্য অভিযুক্তদের ঘর-বাড়ি ভাঙচুর চালায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আলীরপাড়া গ্রামের আবুল কাশেম নামের একজন মারা গেছে। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

ইতোমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।