ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ২, ২০২৩
মাদারীপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম এলাকায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ ওঠেছে। এতে কমপক্ষে দুই লক্ষাধিক টাকার মাছ মরে পুকুরে ভেসে ওঠেছে।

 

মঙ্গলবার (২ মে) সকাল থেকেই তার পুকুরে মাছ মরে ভেসে ওঠতে থাকে। পরে উপজেলার নবগ্রাম এলাকার মৎস চাষি পংকজ বালার ভাই নিতিশ বালা বাদী হয়ে ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, মৎস চাষি পংকজ বালা প্রতি বছর পুকুরে মাছের চাষ করেন। তিনটি পুকুরে এ বছরও মাছ চাষ করেছেন। প্রায় ৪০ শতাংশ জায়গাজুড়ে দুটি পুকুরে মাছ মরে ভেসে ওঠতে থাকে। রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ দেওয়ার ফলে মাছ মরে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

পংকজ বালা বলেন, এ বছর যে মাছ চাষ করেছিলাম তা সব শেষ! কে বা কারা পুকুরে বিষ দিলে মাছগুলো সব মরে যাচ্ছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।