ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে মাথায় বাঁশ পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ৭, ২০২৩
শিবচরে মাথায় বাঁশ পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় মাথায় বাঁশ পড়ে সাইদুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ জুন) বিকেলে তার মাথায় বাঁশ পড়ার ঘটনা ঘটে।

পরে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সাইদুর রহমান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুর বটতলা গ্রামের জাহিদুল মুন্সীর ছেলে।

জানা গেছে, শিবচরের বাহাদুরপুর এলাকার জামিয়াতুসসুন্নাহ নামের একটি মাদরাসার পাঁচ তলা ভবনের নির্মাণ কাজ করছিল সাইদুর। ভবনের দেয়ালের পাশে বাঁশ বেঁধে উপরে উঠার সময় উপর থেকে একটি বাঁশ খুলে সাইদুরের মাথায় পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়টি এড়িয়ে যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মাথায় বাঁশ পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।