ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

মধুখালীতে চালকের গলায় ছুরিকাঘাত, অটোভ্যান ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জুন ২৪, ২০২৩
মধুখালীতে চালকের গলায় ছুরিকাঘাত, অটোভ্যান ছিনতাই প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে আবু শেখ (৫০) নামে এক চালকের গলায় ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২৩ জুন) রাতে উপজেলার কোড়কদি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত আবু শেখ একই উপজেলার মধ্য আড়পাড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে।  

স্থানীয়রা জানান, রাতে কামারখালী বাজার থেকে অটোভ্যান চালিয়ে কোড়কদি যাচ্ছিলেন আবু। পথে শ্রীরামপুর গ্রামে দুইজন ছিনতাইকারী আবুর অটোভ্যানের গতিরোধ করে তার গলায় ছুরিকাঘাত করে জখম করে। এ সময় আবুকে রাস্তায় ফেলে রেখে অটোভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।