ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বাইকার নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় নাজমুল হাসান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল উপজলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকার মেহেদী হাসানের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জ শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন নাজমুল। পথে বকচর এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে বিকেল ৩টার দিকে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।