ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড় ধসে বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ  বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
পাহাড় ধসে বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ  বন্ধ ফাইল ফটো

খাগড়াছড়ি: ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে রাঙামাটির বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে দিঘীনালাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতের ফলে রাত ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটি বাঘাইছড়ি সড়কের শুকনাছড়ি এলাকায় মাটি ধসে পরলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সাজেক ও বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক থেকে মাটি সরানোর কাজ চলছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করছি সকালের মধ্যেই সড়ক স্বাভাবিক হবে,পর্যটকদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।