ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
গেন্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ ও মো. রাসেল ওরফে রিফাত নামে একজনকে গ্রেপ্তার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার রাসেল কাছে থেকে জব্দ করা মোটরসাইকেলের রেজিট্রেশন নং- (ঢাকা মেট্রো- ল-৩২-৬১৫০)।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১১ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, এক মোটরসাইকেল চোর গেন্ডারিয়া থানার ১৭ নম্বর কেবি রোড এলাকায় চোরাই মোটরসাকেল বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ রাসেলকে আটক করা হয়। তখন তিনি ওই মোটরসাইকেলের বৈধ কোনো কাগজপত্র পুলিশকে দেখাতে পারেননি। পরে তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

জব্দ করা মোটরসাইকেলটি কালো-নীল রংয়ের YAMAHA FAZER মোটর সাইকেল। ইঞ্জিন নং- G3C8E0407183 এবং চেচিস নং- (অস্পষ্ট) MEIRG074CG0049915 বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।