গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়ায় ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দেওপাড়া এলাকার ঘোড়াশাল রেলওয়ে ব্রিজের নিচে বালুর ওপর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ট্রেন থেকে পড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার ডান পা ভেঙে গেছে এবং মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
আরএস/আরবি