ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্যাথিডিনসহ ধরা পড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
প্যাথিডিনসহ ধরা পড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রেবা

ঢাকা: দীর্ঘদিন পলাতক থাকার পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রেবা খাতুনকে প্যাথিডিনসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২২ অক্টোবর) রাতে ঢাকার বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি রেবাকে আটক করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আটকের সময় তার কাছ থেকে ৯০টি প্যাথিডিন ও ১২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে, আটক রেবা ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। মামলার পর থেকে রাজধানী ঢাকার বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় তিনি আত্মগোপন করে ছিলেন। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এমএমআই/এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।