ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শত্রুতা করে লাউগাছ কাটার অভিযোগে ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
শত্রুতা করে লাউগাছ কাটার অভিযোগে ৩ জনের কারাদণ্ড

মাগুরা: সদর উপজেলায় শত্রুতার জেরে কৃষকের দুই বিঘা জমির লাউগাছ কাটার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার হয়।

 

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিমবাড়িয়ালা গ্রামে মোহন বিশ্বাসের দুই বিঘা জমির লাউগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী।

আটককৃতরা হলেন- পশ্চিমবাড়িয়ালা গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৪৬), গোবিন্দ বিশ্বাসের দুই ছেলে সনত বিশ্বাস (২৫) ও সৌরভ বিশ্বাস (২০)।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদশক (এসআই) প্রকাশ ঘোষ জানান, ঘটনার পরদিন ২৫ অক্টোবর ভুক্তভোগী মোহন বিশ্বাসের দায়ের করা মামলার অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে মাগুরা জ্যেষ্ঠ বিচারিক আদালতে তাদের হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।