ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে রাস্তার পাশে রাখা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা, মিলল পেট্রোল বোমা  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
রাজশাহীতে রাস্তার পাশে রাখা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা, মিলল পেট্রোল বোমা
 

রাজশাহী: রাজশাহীর সিটি হাট এলাকায় রাস্তার পাশে রাখা একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর শাহ মখদুম থানার ছন্দা পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা জব্দ করেছে।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, রাতে সিটি হাটের পাশে ছন্দা পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা জব্দ করা হয়েছে। এতে জড়িতদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।