ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আরিফ খালাসী (৩০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত আরিফ শিবচর পৌর বাজারের লেপ-তোষক, পর্দার কাপড় ব্যবাসীয় ছিলেন।

শুক্রবার(১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার শিবচর পৌরসভার চর শ্যামাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত আরিফ ওই এলাকার মিনহাজ খালাসীর ছেলে।  

জানা গেছে, শুক্রবার বিকেলে নিজেদের রান্না ঘরে একটি বিদ্যুতের তার ঝুলন্ত অবস্থায় দেখে হাত দিয়ে স্পর্শ করে সরানোর চেষ্টা করেন। এ সময় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আরিফের ভগ্নিপতি ইব্রাহিম মিয়া বলেন, রান্না ঘরের ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারটি হাত দিয়ে স্পর্শ করেন আরিফ। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহতাবস্থায় তাকে হাসপাতালে আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন,'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিদ্যুতের তারে লিক থাকায় তারটি ধরলে সরাসরি বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।