ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগি লাইনচ্যুত, ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
বগি লাইনচ্যুত, ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

জামালপুর: জামালপুরে ২৫৬ লোকাল ট্রেনের মাঝের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান রেল কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।

পিয়ারপুর রেলওয়ে স্টেশন অফিসার মো. আপেল মমিন জানান, ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। পিয়ারপুর স্টেশনে এসে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতে গিয়ে মাঝামাঝি তিনটি বগি লাইনচ্যুত হয়। তারা ট্রেনটি লাইনে তুলার চেষ্টা করছেন ও ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।