ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে জেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে জেলে আহত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক জেলে আহত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোলাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলোনি পাড়া এলাকার আ. কুদ্দুসের ছেলে।  

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত জেলের ডান হাতের কুনুয়ে গুলি লেগেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।  

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার করেন। আহত ব্যক্তি বর্তমানে সুস্থ রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।