ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

নওগাঁ: নওগাঁয় অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (০৬ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানান নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মলিন মিয়া।

এর আগে মঙ্গলবার (০৫ মার্চ) দিনব্যাপী নওগাঁ সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ইটভাটা মালিকদের অর্থদণ্ডের এ রায় দেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. আহসান হাবিব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি জানার পর অবৈধ ভাটাগুলোতে অভিযান চালানো হয়েছে। এ সময় সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মণ্ডল ব্রিকসকে ২ লাখ, মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে ১ লাখ, মেসার্স সীমানা ব্রিকসকে ২ লাখ, মেসার্স শাপলা ব্রিকসকে ২ লাখ, মেসার্স মান্দা ব্রিকসকে ১ লাখ টাকা মিলিয়ে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।