ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ভৈরব নদ থেকে ৫০ অবৈধ জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
মেহেরপুরে ভৈরব নদ থেকে ৫০ অবৈধ জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

মেহেরপুর: মেহেরপুরে ভৈরব নদে অভিযান চালিয়ে অবৈধ ৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঝহারুল ইসলাম।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, ভৈরব নদে জাল ফেলে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে, এমন গোপন অভিযোগ পেয়ে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

অভিযানে মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মীর মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।