ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ১১, ২০২৪
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে মো. ফারহান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে জেলা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের কামানখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফারহান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।  

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। তাকে আমরা মৃত পেয়েছি। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।  

স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাড়ির লোকজনের অগোচরে শিশু ফারহান বাড়ির পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। স্বজনরা আশপাশে খুঁজেও পাচ্ছিল না। ডুবে যাওয়ার প্রায় আধাঘণ্টা পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।