ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশের অবকাঠামোসহ সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
দেশের অবকাঠামোসহ সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে

খুলনা: দেশের অবকাঠামোসহ সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। ভালো কাজ করতে হলে সময় একটু বেশি লাগে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন ব্রিজ নির্মাণ করে নদীকে মেরে না ফেলা হয়। নদীর নাব্য ঠিক রেখে কাজ করতে হবে। সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে।

‘দিঘলিয়া (রেলিগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০) প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর ভৈরব সেতু নির্মাণ’ প্রকল্পের ভৈরব সেতু পরিদর্শন উপলক্ষে এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এসব কথা বলেন।

সোমবার (১৩ মে) দুপুরে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আর ডি এন স্কুল সংলগ্ন সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের বেসক্যাম্পে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মাসুম বিল্লাহ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।