ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ১৪, ২০২৪
শাহজাদপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন জীবন দাস (৩৫) নামে আদিবাসী এক যুবক।  

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদের পুকুর থেকে জীবনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবন দাস শাহজাদপুর পৌর এলাকার বাগদিপাড়ার দুলাল চন্দ্র দাসের ছেলে।  

পুলিশ ও জীবন দাসের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে সবার অলক্ষ্যে ডুবে যায় জীবন। এক সময় শিশু-কিশোররা ওই পুকুরে গোসলে নামলে তাদের পায়ের সঙ্গে জীবনের দেহ স্পর্শ হয়। এসময় শিশু-কিশোররা চিৎকার করলে স্থানীয়রা ডুবন্ত জীবনকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, দুপুরে গোসল করতে নেমে সবার অলক্ষ্যে ডুবে যায় জীবন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।